আবার শরীর জলের শরীর
জলেই পোড়ে জলেই নেভে
ও রাধিকা ও পাওলি…
সাঁতার শেষে মেঘের বাড়ি
রোদ দেখিতো পাতলো আড়ি
পাহাড় চূড়ায় স্বপ্ন রেখা
বৃষ্টি নামে ধিনতানাধুন
জল পুড়েছে জল পুড়েছে
হৃদয় ভাঙার খুন…
আবার শরীর নুনের শরীর
নুনেই মেশে নুনেই ভেসে
গঙ্গা-সাগর যাচ্ছে রেখে
ও রাধিকা ও পাওলি…