Connect with us

কবিতা

ছায়াবৃত্ত ইতিহাস

Published

on

কবিতা

সনেট জোয়ারে ভেসে আমি যাবো মৃত কোন কবিতা নগরে
আহত কলম বলে লিখে যাবো ক্রমাগত আগামীর গীত
মৃত কোন জনপদে হয়তো বা শোনা যাবে আমার সংগীত
হয়তো বিশেষ দিনে আমার সমাধি রবে গোলাপ টগরে

বোমারু বিমানগুলো সেকালে কি এরকম ছড়াবে বারুদ
নাকি হবে পৃথিবীটা রসায়ন যৌগে গড়া স্বপ্ন ভস্ম ছাই
মানুষে রোবটে বিয়ে! এমন তো হতে পারে; স্বাগত জানাই
সৃষ্টির নিগূঢ় তত্ত্ব ছায়াবৃত্ত ইতিহাস জানেন মাবুদ

অতীতের সিঁড়ি ভেঙে খুব দ্রুত হেটে যায় সময় জাহাজ
জাহাজ ভেতরে আমি একা একা বসে বসে দিন রাত ভাবি
শুরু কিংবা শেষ কবে কোথায় রক্ষিত আছে আগামীর চাবি
মানুষের অসাধ্যতা ভুলিয়ে দিয়েছে আজ বিজ্ঞানের সাজ

আশা জাগানিয়া স্রোতে অতঃপর আগন্তুক ত্রিকাল প্রহর
কবিতার ক্ষেতজুড়ে সোনাফলা শব্দমালা বইছে নহর

Advertisement
Comments
Advertisement

Trending