Connect with us

কবিতা

জীবনের দ্বৈরথ | বীরেন মুখার্জী

Published

on

newyork-somoy
খুচরো কিছু বিপ্লব ছিল আমারও, ইচ্ছের নির্জনে
শুয়ে ছিল সংগ্রামী মন; ঘননিশ্বাস গাঢ় হওয়া
অন্ধকারে দাসত্ব ঘোচাতে জড়িয়েছি তুমুল ঋণে!
এখন ভ্রমের পালক খসিয়ে গন্তব্যে যেতে যেতে
দেখি, পেছনে ফেলে যাচ্ছি সঞ্চয় ও পরিধি।
আমার জন্য পরিধি খোলেনি রাতের পাতারা
‘সুবোধ’ কোমায় আছে ভেবে বিদেশি হাঁস
জলকেলির পাঁকে ফেলতে চেয়েছে আমাকে
অবশেষে নিরুদ্দিষ্ট হয়েছে নিজেই—
এদিকে জগন্নাথ সংঘ বৈশ্বিক লক্ষ্যভেদের ঘুঁটি
বানিয়ে পাস করেছে সভ্যতা—আমারই নামে;
হাততালি মেখেছে সুশীল তবুও বিনির্মাণের
কথা একটিবারও তোলেনি কেউ!
জান্তব বিপ্লব ছিল আমারও—যৌবনের তূণে
এখন মধ্যবয়সী বিষণ্ণতায় দাঁড়িয়ে টের পাচ্ছি
তারই কলস্রোত; কালের একলব্য তুমি, যখন
তোমারই উৎসবে রাঙাতে চাইছি জীবনের দ্বৈরথ!

Advertisement
Comments
Advertisement

Trending