অপার কষ্টের কাছে সমর্পিত হয়েছ জীবন
বোঝা না বোঝার এক ঘোরের ভিতর দিয়ে
যেখানে এসেছ, সে তো দয়ামায়াহীন এক রুক্ষ জনপদ!
মানুষ নিজেই বুঝি এভাবে রচনা করে আত্মঘাতী বিষ!
সেই বিষে নীল হয়ে যখন বিপন্ন প্রাণবায়ু
পেছনে তাকিয়ে দেখে মর্মর পাথর যেন আশ্চর্য উজ্জ্বল
ভুলগুলি, সংশোধন করা আর যায় না তখন।
পবিত্র অশ্রুর মতো এক ফোঁটা জল
কপোল গড়িয়ে আসে ঠোঁটের কিনারে
স্মৃতির ভিতরে আসে অদ্ভুত দিনের গন্ধ, যেন
তারা ঝরাফুল আর কোনোদিন কোনো উদ্যানে যাবে না!
নিয়তি তাড়িত বলে লোকে
আমি দেখি দিব্যচোখে মানুষেরই অজ্ঞতার নির্মম শৃঙ্খল
কেড়ে নেয় আনন্দের যত উপাচার
স্বেচ্ছায় দুঃখের খাঁচা বুনে যায় পরাধীনতার।
সুস্বাদু মাছেরও কাঁটা তুচ্ছ খুব, ডাস্টবিনেই ঠাঁই
এই মাছ তুমি আজ উচ্ছিষ্ট কাঁটার সমাহার!