অবচেতনের হৃদয় খুঁড়ে যে আয়ু হয়েছে দীর্ঘ—
বিষম-খাওয়া যুগ নিয়ে তার কোন মাথা ব্যাথা নেই
মনকে পরিণামের মন্ত্র ধরে,
যোগ সাধনায় উগ্র বিষাদ জেগে উঠলেই
অফিস টাইমের ট্রেন ধরে সে কাঁদতে থাকে।
চোখে লেগে থাকা দৃশ্যের মতন
জনন মরণের রহস্য হয়ে ওঠে দৈবিক;
তখন কালাতীত সত্তা শেখে সংযমের ভ্রম,
নৈরাশ্যের সিলমোহরে খোঁজে
ধাবিত নদীর ছলছল মুক্তি।
এরপর—
বহুকাল কাটিয়েও কেউ হিসেব মিলিয়ে দেখে না
জীবন শূন্য প্রান্তের এক দূর্দান্ত ফটোকপি।