চাঁদ নেমে এসেছিল সেই রাতে সেবিকার পবিত্র অ্যাপ্রনে
উন্নত পাহাড়চূড়া আলোর আভাসে স্নিগ্ধ ইশারায় ডাকে
বিভাজিকা শান্ত স্নেহে সংকেত পাঠিয়েছিল আচ্ছন্ন আমাকে
বাহুতে চাঁদের ছায়া, শিহরণে কেঁপে উঠি শরীরে ও মনে
প্রথম বিদেশে যাওয়া, যৌবন প্রবেশদ্বারে সবে নাড়ে কড়া
ভাষা তো অজানা ছিল, কথা নয়, শুধু জানা নাম তার লুবা
লুবভের অপভ্রংশ, জেনেছি অনেক পরে, শুধু মূর্তি গড়া
তখন তো প্রতিমার, আফ্রোদিতি নাম যার, প্রস্তুত কিছু বা
দুরূহ করার জন্য, পাহাড়ে চড়ার জন্য, প্রেমে ব্যর্থ হলে
ডুয়েলে মরার জন্য, লুবভের মানে হয় রুশে ভালোবাসা
জেনেছি ভাষার ক্লাসে, এটাই হওয়ার কথা, মন কলরোলে
হৃদয় তোলপাড় করে বলেছিল বহু আগে, ভোরের কুয়াশা
উচ্চকিত একই সুরে, কিন্তু তারা বলেনি তো তীব্র অভিশাপ
প্রথম প্রেমের জন্য জমা থাকে, তাই আর কোনো দিনক্ষণ
হয়নি লুবাকে দেখা, আজ মনে শুধু জমা রিরংসার পাপ
কোথায় কেমন আছে সেই রুশী ভালোবাসা, আজ তাই মন
শুধুই বিষাদে ভরা, ঈর্ষা হিংসা কুশ্রিতার স্তূপাকার গ্লানি
লুবার স্মৃতিই পারে মুছে দিতে, তাই তাকে কল্পনায় আনি।