ভেবো না দানব কেউ অন্য কিছু।
আমিই দানব
হতে পারি,
পারো তুমিও,
যদি না পাশে তারা প্রকৃত মানব, চারদিকে
বিচারী
সাহসী
অনেক
প্রকৃত মানব-সন্তান
ভেবো না দানব অন্ধকার চাল্তা গাছের
কোনো প্রাণী
বুনো;
ঘরে-ঘরে
ধীরে-ধীরে বাড়ে
মানব দানব।
স্বার্থের সূতোয়,
ভীরুতায়
বাঁধা
মানব
আর
দানব;
এক হয় আর-এক।
দূর আশ-শেওড়ার ডালে
দু’পা ফাঁক ক’রে নয়,
বুকে-হাঁটা মানবের পিঠে চ’ড়ে চলে
দ্যাখো ঐ মানব দানব
হবো কি আগামী কাল আমি, তুমি,
কিংবা বানাবো কি তাকে
মানব দানব?
দানব যে তৈরী হয় মানবেরই কোলে-পিঠে