ঘুমিয়ে পড়েছে চাঁদ মধ্যরাতে মধুপুরে মধুপূর্ণিমায়
সুষম স্নানের তীর্থে ছায়াপথে মায়াপথে থিরজোছনায়;
আকাশগঙ্গার বুকে তারাবাতি জ্বলে-নেভে প্রত্ন প্রহরায়
যখন চলেছি ভেসে দেশেদেশে নিরুদ্দেশে অভ্র অমরার,
যখন দেখেছি সব নদনদী বয়ে যায় ধরা-অধরার,
বন্য থেকে অন্য উৎসে ধাবমান মেরুলোকে দূর নেবুলার;
আমরা ধরেছি হাল জলসেতু পার হয়ে লোকে লোকান্তরে,
আমরা করেছি চাষ সর্ববীজ চরাচরে, আদিগঙ্গাচরে;
অদূরে দাঁড়িয়ে হাসে অনিশ্চিত মোহনার ব্রহ্মপুত্র নদ;
বুক তার কেঁপে ওঠে অসঙ্গের বেদনায়; দেহের দরদ
ঢেলে কে কে যেন পার হয় সুসঙ্গের সব সীমা-সরহদ;
ইশ্বরীর দীঘি থেকে অনন্তর অনঙ্গের অহিংস ভাসান,
মানুষ মানুষ হয় বুকে যদি আলোস্নান, সৌর সামগান;
পরিত্রাণ খুঁজে খুঁজে মানুষ কেবল শোঁকে মানুষের ঘ্রাণ!