ভয়ও করি ডেকেও ফিরি
তুমি বলতে থাকো বেদনাময়
ইচ্ছে বুকে জড়ায়ে রাখি
তবু সময় দ্রুত ফুরায়
আপন মনে হাঁটতে থাকি
পথ নিয়ে যাক অচিন দেশে
বলো তুমি অস্থিরতা
কারে দুঃখ দিলে ভালোবেসে
কে তোমারে সহজে পায়
কার কাছে হও অবনত
কার বুকে সুখ অনেকখানি
পুষে রাখো কোন সে ক্ষত
জানতে ভীষণ ইচ্ছে করে
তোমার গায়ের সুবাস কেমন
রেখো না দূর, ঘুচাও ব্যথা
রাখো বক্ষে কোমলচরণ!