আমাকে যতটা কাটো মাংসের আদলে, তার ঢের বেশি রামপ্রসাদ এই শরীর!
শালিকের ঘুম ভাঙা চোখে ফোটা গ্রীষ্মের দুপুর।
আমাকে চেয়ে দেখো আবছায়া।
কলতলার জলের শব্দের মতন
ভেঙে পড়ছে নিখুঁত!
স্তনের অধিক নরম যে সরযু নদী, তারে মনে রেখো ক্ষুধাতুর দিনে।
মাংসের দোকানে গেলে কখনো, আমাকে ভুলিও।
কিনে এনো আনখা লাল…