Connect with us

কবিতা

পাশে এই বৃক্ষনক্ষত্র | ফকির ইলিয়াস

Published

on

newyork-somoy

কয়েকটি বেলাকে ভাগ করে নিতে নিতে
আমরা পঞ্চম ভ্রমণের গল্প বলা
শুরু করি। একটি নদী শেষ করেছে,তার
যৌথজীবন। একটি অর্ধমৃত নক্ষত্র; পরাজিত গুহার বুকে
নিয়েছে আশ্রয়। একটি ডানাভাঙা পাখি
ঠিক সেখানেই বসিয়েছে পাহারা

যে পৃথিবী বহুকাল-
পাহারাবিহীন পড়ে আছে, সেও
প্রকাশ করছে তার বিষাদ! পাতায় পাতায়
লেগে আছে ভগ্ন চাঁদের অশ্রু।

কান্না, জীবনের এক অলিখিত
শাসনতন্ত্রের নাম। যারা কেঁদে কেঁদে
পাঁজরে ‘প্রিয় ফিলিস্তিন’- শব্দটি
লিখে রাখে, তারা জানে এই প্রেম
শিরায় শিরায় ঢেউ জাগায়।
যে প্লাবনের কাছে হার মানে,
অনেক বন্য দানব। অনেক অসত্য,
বার বার পদানত হয়।

মানুষের পাশে যখন আর
দাঁড়ায় না মানুষ-
জানি, বৃক্ষগুলো নক্ষত্র হয়েই
অপশক্তির বুকে বিদ্ধ করে ক্রুশ।

Advertisement
Comments
Advertisement

Trending