ক্ষুদ্র কালো বিন্দুবৎ
একটা ডট বৈ তো নয়
ঈশ্বর মুঠো খুলে দিলেন ফুঁ
ভাগ্যবতীরাই পেলো তার ভাগ
মিষ্টি মুখ হলো নয়নলোভন
আর যদি তা ওষ্ঠলগ্ন
দুর্ধর্ষ সুপুরুষও কুপোকাৎ
জানো কিনা ওই তিল পরিমাণ
অন্য আরেকটা তিলে
ধরাশায়ী হতে পারে পূর্ণাঙ্গ মানবী!
রীতিমতো তিল থেকে তাল
মিষ্টি বটে তিলটির নাম
সিসিমাম
শ্বাসনালি রুদ্ধ হয় বলে কতজন
খাদ্যতালিকা থেকে বাতিল করলো তিল
যদিও তিলের নাড়ু চিরকাল প্রিয় বাঙালির
রূপ বাড়ানোর জাদুকরী তিল
আর রসনায় স্বাদ ছড়ানোর তিল
দুটোই কবিদের প্রিয়, নাহয় একথা উহ্যই থাক।