বড় নাক, ছোট নাক, শরু নাক, বোচা নাক
কতশত নাক,
নাকের বড়াইয়ে মোরা
করি হাক ডাক
সৃষ্টির সেরা জীব আমি
আমি পারতে চাই সব,
কেন আমরা ভুলে যাই আছে ওপরে একজন রব।
যে আমাদের ছাড় দিয়েছে ছেঁড়ে দেয়নি সব
যাদের মাথায় আছে মগজ তারাই জানে সব।
মানুষ সৃষ্টির সেরা জীব হলে অসৎ হবে কেন জগৎ সংসারে একজন রব আছে জেনো।।