Connect with us

খেলার খবর

আর্জেন্টিনার ডাগ আউটে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন ঘোষণা স্কালোনির

Published

on

আর্জেন্টিনার ডাগ আউটে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন ঘোষণা স্কালোনির

বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির একটি মন্তব্যের জেরেই আর্জেন্টিনার ডাগ আউটে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা জেগেছিল। গত নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর তিনি বলেছিলেন, সরে দাঁড়ানোর কথা ভাবছেন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি যতদিন চাইবেন ততদিন আলবেলিস্তেদের কোচ হিসেবে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই লড়াই। সাংবাদিকদের ৪৬ বছর বয়সী কোচ জানিয়েছেন, কোপা আমেরিকার পরও ডাগ আউটে থাকতে চান তিনি।
স্কালোনি বলেন, ‘বছরটা আমার ভালো কাটছিল না এবং মনে হয়েছিল এখনই থেমে যাওয়ার সময়। নিজের সবটুকু প্রাণশক্তি নিয়ে আজ আমি এখানে, সত্যি বলতে গত নভেম্বরে এমনটা ছিল না। এএফএ প্রেসিডেন্ট যতদিন চাইবেন, ততদিন এখানে থাকব আমি।’
কোপা আমেরিকার আগে দলের অবস্থা নিয়েও কথা বলেছেন তিনি। জানিয়েছেন মেসির ফিটনেসের খবর। পাওলো দিবালাকে স্কোয়াডে না রাখার কৈফিয়তও দিয়েছেন এই কোচ। স্কালোনি বলেন, ‘মেসি একদম ফিট আছে, সে অনুশীলনে যোগ দেবে। আমাদের বিশেষ স্নেহের একজন দিবালা। তবে আমরা সব সময়ই বলি, সবার আগে দল। বর্তমান পরিস্থিতিতে কিছু পজিশনে আমাদের সমস্যা রয়েছে। তাই তাকে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছি। কষ্ট নিয়েই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

Advertisement
Comments
Advertisement

Trending