Connect with us

খেলার খবর

এনড্রিকের অভিষেক ম্যাচে হারল রিয়াল

Published

on

এনড্রিকের অভিষেক ম্যাচে হারল রিয়াল

নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। সেই ধারাবাহিকতায় নিজেদের প্রথম প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানের কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে এসি মিলানের কাছে ১-০ গোলে হারে আনচেলত্তির রিয়াল।
প্রীতি ম্যাচ হলেও এই ম্যাচে ছিল দর্শকের ভীড়। শিকাগোর সোলজার ফিল্ডে দুই লিগের দুই জায়ান্টের লড়াই দেখতে আসে অসংখ্য দর্শক। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো রিয়ালের জার্সিতে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনড্রিক।
দুই দলের স্কোয়াডেই অনেক নিয়মিত মুখকে জায়গা দেয়া হয়নি। প্রথম হাফে দুই দলই লড়াই করে সমানে সমান। তবে গোল হয়নি। তবে দ্বিতীয় হাফে গোল পায় মিলান। ম্যাচের ৫৫ মিনিটে মিলানের হয়ে গোল করেন স্যামুয়েল চুকউয়েজে। সেই গোল আর শোধ করতে পারেনি রিয়াল। ফলে হার দিয়ে প্রাক মৌসুম শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা। আগামী ৪ আগস্ট বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় প্রাক মৌসুম ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ।

Advertisement
Comments
Advertisement

Trending