Connect with us

খেলার খবর

ফ্রিতে রিয়ালে আসায় যত বোনাস পাবেন এমবাপ্পে

Published

on

ফ্রিতে রিয়ালে আসায় যত বোনাস পাবেন এমবাপ্পে

রিয়ালে মাদ্রিদের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ‘স্বপ্ন সত্যি হয়েছে’- বলে উল্লেখ করেছেন তিনি। লস ব্লাঙ্কোসদের সঙ্গে পাঁচ মৌসুমের চুক্তি হয়েছে তার। তবে ফ্রি এজেন্ট হওয়ায় ফ্রান্সম্যানকে কিনতে কোন অর্থ খরচ হয়নি লা লিগা জায়ান্টদের।
পিএসজি ছেড়ে ফ্রিতে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় মোটা অঙ্কের বোনাস পেতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী ২৫ বছর বয়সী তারকা এমবাপ্পে। তাকে পাঁচ বছরে মোট ১৫০ মিলিয়ন ইউরো বা প্রায় ২ হাজার কোটি টাকার বোনাস দেবে সদ্য শেষ হওয়া মৌসুমে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ।
সংবাদ মাধ্যম গোল জানিয়েছে, মৌসুমে ক্লাব থেকে ১৫ মিলিয়ন ইউরোর মতো বেতন পাবেন তিনি। এড অন্স ও অন্যান্য সুবিধা যোগ হবে এই বেতনের সঙ্গে। এছাড়া বোনাসের অর্থটা তাকে কিস্তিতে শোধ করা হবে।
এমবাপ্পে রিয়ালের ফুটবলার হিসেবে ঘোষণা দেওয়ায় দ্রুতই তাকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। আগামী ১৫ জুন শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। জার্মানিতে এমবাপ্পে ফ্রান্সের ক্যাম্পে যোগ দেওয়ার আগে তাকে মাদ্রিদিস্তাস হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় রিয়াল মাদ্রিদ।
কিলিয়ান এমবাপ্পে রিয়ালের সঙ্গে চুক্তি সই করায় ইউরো শেষে তারকাসমৃদ্ধ এক রিয়াল গ্যালাকটিকো দেখা যাবে। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগো গোয়েসের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে; ওদিকে তরুণ এনড্রিক কোপা আমেরিকার আগে যোগ দেবেন রিয়ালে। সব মিলিয়ে বিধ্বংসী এক রিয়াল মাদ্রিদ দেখার অপেক্ষায় ক্লাবটির ভক্তরা।

Advertisement
Comments
Advertisement

Trending