Connect with us

খেলার খবর

‘বিশ্বকাপে ভালো করা কঠিন’

Published

on

‘বিশ্বকাপে ভালো করা কঠিন’

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলা। ছোট দল বলে সেখানে স্বাগতিক দলের বিপক্ষে একপেশে টি-২০ সিরিজের আশা করা হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচেই বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তিন বল থাকতে তুলে নিয়েছে ৫ উইকেটের জয়। সিরিজের শুরুতেই স্বাগতিকদের কাছে এমন হারটাকে মেনে নিতে পারছে না কেউ। জাতীয় দলের খেলোয়াড়দের এমন খারাপ সময়ে জেগে ওঠার ডাক দিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

বাশারের মতে, জিম্বাবুয়ে থেকেও যুক্তরাষ্ট্র ভালো দল। ‘খেলা দেখে আমার যেটা মনে হয়েছে, জিম্বাবুয়ের চেয়ে যুক্তরাষ্ট্র অনেক ভালো দল। কিন্তু বাংলাদেশকে তো এই মানের ক্রিকেট খেলার কথা না। ব্যাটিংটা হচ্ছে না। টি২০ ক্রিকেটে জিততে হলে ব্যাটিং ভালো করতে হবে। ১৮০ থেকে ১৯০ রান করতে হবে। গত ম্যাচের উইকেট স্লো থাকলেও প্রতিপক্ষ বিবেচনায় ১৭০ রান হতে পারত। বোলিংটা বাজে হয়েছে।’

হাবিবুল বাশার বলেন, ‘বাংলাদেশের ‘রিয়েলিটি চেক’ হয়েছে কালকের (মঙ্গলবার) ম্যাচে। মাঝেমধ্যে আমাদের ধাক্কার প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের কাছে হার সেই ধাক্কা। জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও আমরা ভালো ক্রিকেট খেলিনি।’

খেলোয়াড়দের জেগে ওঠার আহ্বান জানিয়ে বাশার বলেন, ‘এই হার থেকে শিক্ষা নিয়ে জেগে উঠতে হবে। নয়তো এভাবে খেললে বিশ্বকাপে ভালো করা কঠিন।’

Advertisement
Comments
Advertisement

Trending