Connect with us

খেলার খবর

যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিব

Published

on

যুক্তরাষ্ট্রের মেজর লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টটির আগামী মৌসুমে লস অ্যাঞ্জেলসের হয়ে খেলবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

সাকিবের সঙ্গে চুক্তির পর এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, সাকিবের সঙ্গে নাইট রাইডার্স পরিবারের অনেক পুরনো সম্পর্ক। কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েক মৌসুম খেলেছে।
এরমধ্যে ২০১২ ও ২০১৪ মৌসুমে আমাদের হয়ে দুটি চ্যাম্পিয়নশিপ জিতেছে। তাকে জুলাইয়ে লস অ্যাঞ্জেলসের জার্সিতে দেখতে তর সইছে না।’

লস অ্যাঞ্জেলস নাইট রাইর্ডাসে সাকিব সতীর্থ হিসেবে পরিচিত মুখদেরই পাচ্ছেন। সাকিবের এক সময়ের কলকাতা নাইট রাইডার্স সতীর্থ সুনিল নারাইন ও আন্দ্রে রাসেলকে আগামী মৌসুমের জন্য ধরে রেখেছে লস অ্যাঞ্জেলস।
এ ছাড়া ইংলিশ তারকা জেসন রয়ও আছেন এই দলে।

মেজর লিগের দ্বিতীয় মৌসুম শুরু হবে আগামী ৫ জুলাই থেকে। ফাইনাল ২৯ জুলাই।

Advertisement
Comments
Advertisement

Trending