Connect with us

খেলার খবর

ইসরায়েলকে ফুটবলে নিষিদ্ধ করার পক্ষে বাংলাদেশ

Published

on

গাজায় আগ্রাসনের কারণে ইসরায়েলের জাতীয় ও ক্লাব দলকে ফিফা থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছিল ফিলিস্তিনি ফুটবল সংস্থা। ব্যাংককে হওয়া ফিফার কংগ্রেসে এই দাবি তুলেছিল তারা। সেখানে উপস্থিত ছিল বাংলাদেশও। ফিলিস্তিনের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই নিষেধাজ্ঞার পক্ষে আছে বাফুফেও।

থাইল্যান্ড থেকে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান খান তুষার।

তিনি বলেন, ‘এই কংগ্রেসে আসলে নারী বিশ্বকাপের বিড নিয়েই মূল আলোচনা ছিল। এই ক্ষেত্রে সকলের জন্য কোনও চাওয়া পাওয়া থাকলে বলার একটা সুযোগ দেয়া হয়। তখন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ইসরায়েলকে ব্যান করার আবেদন জানায়। এরপর ইসরায়েলকে তাদের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া হয়েছিল। এর প্রেক্ষিতে ফিফা একটি লিগ্যাল টিম করেছে। তারা সেই রিপোর্ট জমা দিলে একটা এক্সট্রা অডিনারি কংগ্রেস করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই বিষয়ে তিনি আরও বলেন, ‘এএফসি কংগ্রেসে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ইসরায়েলিদের আগ্রাসনের বিভিন্ন তথ্য এবং চিত্র তুলে ধরেছে। সকলেই তাদের সমর্থন দিয়েছে। ফিফা কংগ্রেসে কোনও বিষয় যেতে হলে সমর্থন লাগে। জর্ডান তাদের সমর্থন জানিয়েছে। আমরাও ফিলিস্তিনের পক্ষেই অবস্থান নিয়েছি। আমরা যে কোনও অন্যায়ের বিরুদ্ধেই অবস্থান নেব।’

ফিফার আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় বাড়তি ফান্ডের প্রত্যাশা করে তুষার বলেন, ‘ফিফা এবং এএফসির অবস্থান আগের চাইতে ভালো হয়েছে। আমরা আশা করি তাদের আর্থিক অবস্থা ভালো হওয়ায় যদি আমরাও কোনো বাড়তি ফান্ড পাই।’

Advertisement
Comments
Advertisement

Trending