লিগ শুরুর দিন দশেক আগেও নাসরিন স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা নাসরিন আক্তার কল্পনা করেননি শিরোপা জয়ের কথা। কোনোমতে লিগটা পার করতে পারলেই হলো, এমন ভাবনা থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন মাঝারিমানের একটা দল গড়ার। সেই দলটিই তাদের ইতিহাসে প্রথমবারের মতো জিতে নিল নারী ফুটবল লিগের শিরোপা।
ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে তারা জিতেছে ১৩-০ গোলের ব্যবধানে। সেই সঙ্গে জিতে নিয়েছে নারী ফুটবল লিগের কাঙ্খিত শিরোপা।