Connect with us

খেলার খবর

বিশ্বকাপ উন্মাদনার অপেক্ষায় নিউইয়র্ক, ব্যাপক নিরাপত্তা

Published

on

বিশ্বকাপ উন্মাদনার অপেক্ষায় নিউইয়র্ক, ব্যাপক নিরাপত্তা

এই সপ্তাহে নিউইয়র্কের লং আইল্যান্ডে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ উন্মাদনা। প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত অভিবাসী অধ্যুষিত নিউইয়র্ক। এখন আলোচনায় নিরাপত্তা ইস্যু। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, নাসাউ কাউন্টির স্টেডিয়াম এবং আশপাশের এলাকায় কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তার হুমকি নেই।সংবাদ সম্মেলনে ক্রিকেটপ্রেমী এবং নিউইয়র্কারদের আশ্বস্ত করে নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্রুস ব্লেইকম্যান এবং পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার বলেছেন, আনন্দ উদযাপনে নেই কোনো শঙ্কা। ব্লেইকম্যান বলেন, ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে মারাত্মক কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ব্যাপক পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। মোতায়েন থাকবে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য।

নাসাউ কাউন্টির স্টেডিয়াম এবং আইজেনহাওয়ার পার্কের আশপাশের এলাকা নিরাপত্তা বেষ্ঠনীতে আনা হয়েছে। স্বাভাবিক পুলিশ সদস্যদের পাশাপাশি শতাধিক অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আইজেনহাওয়ার পার্ক বন্ধ থাকবে। স্টেডিয়ামে প্রবেশের আগে দর্শকদের মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করা হবে। ব্যাগ এবং কোনো ড্রোন স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আইজেনহাওয়ার পার্কের পার্কিং ভিআইপি টিকিটধারীদের জন্যে সীমিত থাকবে। অন্য দর্শকরা নাসাউ কলিসিয়াম পাশে পার্কিং করতে পারবে। রাইডশেয়ার ড্রপঅফ এবং পিকআপের জন্যে নির্ধারিত জায়গা থাকবে।

পুলিশ কমিশনার রাইডার বলেন, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে। ফেডারেল, স্টেট এবং স্থানীয় অংশীদারের পাশাপাশি ট্রানজিট পুলিশের সঙ্গে নজরদারি কার্যক্রম চালানো হবে।
পহেলা জুন শনিবার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। ৩রা জুন সোমবার সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম নিয়মিত ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ই জুন।

Advertisement
Comments
Advertisement

Trending