Connect with us

খেলার খবর

বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ভেঙে ফেলা হচ্ছে নিউইয়র্কের নাসাউ স্টেডিয়াম

Published

on

বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ভেঙে ফেলা হচ্ছে নিউইয়র্কের নাসাউ স্টেডিয়াম

মাত্র কয়েক মাস আগেও এটি ছিল খোলা প্রান্তর। চার মাসের ব্যবধানে এখানে প্রস্তুত করা হয়েছিল বিশ্বকাপের স্টেডিয়াম। বলা হচ্ছে, নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের কথা। আগেই বলা হয়েছিল, সম্পূর্ণ অস্থায়ী এই স্টেডিয়াম বিশ্বকাপের পরপরই সরিয়ে ফেলা হবে। সে কাজই এবার যুক্তরাষ্ট্র করতে যাচ্ছে। পার্ক থেকে তৈরি করা ক্রিকেট স্টেডিয়াম আবারও পার্কে রূপান্তর করা হচ্ছে।
ক্রিকেটের একটি স্টেডিয়াম কীভাবে সরানো যাবে, তা নিয়ে অনেকেরই কৌতূহল জাগতে পারে। তবে ৪ মাসে তৈরি করা এই স্টেডিয়াম মাত্র ৬ সপ্তাহের ভেতরেই সরিয়ে ফেলা হবে, যা ছিল ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ক্রিকেট বিশ্বের প্রথম ‘মডুলার’ স্টেডিয়াম। এই মাঠে বিশ্বকাপের মোট ৮টি ম্যাচ হয়েছে। যার মধ্যে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটিও ছিল। তা ছাড়া এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এই মাঠে সবচেয়ে বেশি ৩টি করে ম্যাচ খেলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এখানেই সব শেষ ম্যাচটি ছিল ভারত-যুক্তরাষ্ট্রের। আর সেই ম্যাচ দিয়েই এই মাঠের খেলা শেষ হয়েছে। আর যে কারণে এখন এই স্টেডিয়ামটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
ভারতের বার্তা সংস্থা এএনআই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের পাশে প্রচুর বুলডোজার দাঁড় করিয়ে রাখা হয়েছে। বুধবার থেকেই যার কার্যক্রম শুরু হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃপক্ষও স্টেডিয়ামটি ভেঙে ফেলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা মাঠের ড্রপ ইন পিচের কী হবে, সে ব্যাপারে এখনও কেউ জানাতে পারেনি। আইসিসির মতে, উইকেটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নাসাউ কাউন্টি স্টেডিয়াম কর্তৃপক্ষ। তবে স্টেডিয়াম কর্তৃপক্ষ রাজি না হলে ড্রপ ইন পিচ অন্যত্র স্থানান্তর করবে আইসিসি।
পুরো টুর্নামেন্টজুড়ে আলোচনায় ছিল এই নাসাউ স্টেডিয়াম। মাঠের ধীরগতির পিচ, ধীরগতির আউটফিল্ড, অন্যান্য অবকাঠামো সবকিছুই মনের মতো হয়নি ক্রিকেট খেলতে আসা দলগুলোর। মেজর লিগ ক্রিকেটের কিছু ম্যাচ এই ভেন্যুতে আয়োজনের ব্যাপারে আলোচনা হচ্ছিল। কিন্তু এমএলসি কর্তৃপক্ষ এতে সায় দেয়নি। তবে মুম্বাই ইন্ডিয়ান্স নিউইয়র্কের মালিক নিউইয়র্কে নতুন স্টেডিয়াম তৈরি করতে আগ্রহী। তাই অস্থায়ী এই স্টেডিয়াম রাখার পক্ষে আগ্রহ দেখায়নি তারা।

Advertisement
Comments
Advertisement

Trending