Connect with us

খেলার খবর

কোপা আমেরিকা : কোন দল কত টাকা পাবে

Published

on

কোপা আমেরিকা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এবং কানাডার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে পুরোনো টুর্নামেন্ট কোপা আমেরিকার ৪৮তম আসর।
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপের পরই লাতিন আমেরিকার এই মহাদেশীয় লড়াইকে সবচেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়। এবারই প্রথমবার লাতিন আমেরিকার ১০টি এবং উত্তর, মধ্য ও ক্যারিবীয় অঞ্চলের ৬টি দল নিয়ে আয়োজিত হবে মহাদেশীয় এই লড়াই।
এবার দল বাড়ার পাশাপাশি শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের পুরস্কারের অর্থের পরিমাণও বেড়েছে। এবার দলগুলো সবমিলিয়ে ৭২ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৪৬ কোটি টাকা) পাবে। এর মধ্যে কেবল অংশগ্রহণের জন্যই প্রতিটি দল ২৩ কোটি টাকা করে পাচ্ছে। অর্থাৎ কোনো ম্যাচ না জিতলেও ২৩ কোটি টাকা করে পাচ্ছে প্রতিটি দল।
এবারের টুর্নামেন্ট মাঠে গড়ানোর একদিন আগে প্রাইজমানি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবার চ্যাম্পিয়ন দল ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা পাবে। অন্যদিকে রানার্সআপ দল ৬ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি টাকা) পাবে।
এ ছাড়া তৃতীয় স্থান পাওয়া দল প্রায় ৫৮ কোটি টাকা পাবে। আর আসরের সেমিফাইনালে উঠলেই ৪৭ কোটি টাকা পাওয়া যাবে। একই সঙ্গে প্রত্যেক দলের হোটেল ও পরিবহন খরচও আয়োজক কর্তৃপক্ষ বহন করবে।
উল্লেখ্য, গত আসরে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা সর্বোচ্চ অর্থ পেয়েছিল। আর রানার্স-আপ হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ পেয়েছিল ব্রাজিল।

Advertisement
Comments
Advertisement

Trending