সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন। গত রোববার ওয়ারেন সিটির হলমিচ পার্কে এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এই বনভোজন। মিশিগানে বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছিল এ মিলনমেলা। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া বনভোজনের উদ্বোধন করেন পিকনিক কমিটির আহ্বায়ক লুতফুল বারি নিয়ন।
সারাদিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবার জন্য খেলাধুলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মঈন উদ্দিন দিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এর স্বাগত বক্তব্যে বনভোজনের অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আফতাব, প্রদ্যন্ন চন্দ, সহযোগিতায় ছিলেন আবুল কালাম আজাদ ও ঈসা সালাউদ্দিন। অনেকদিন পর একে অন্যের সাথে দেখা হওয়ায় প্রাণ খুলে আড্ডা, বাঙালির ঐতিহ্যের বিভিন্ন খেলা, ছোট-বড়দের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের হাড়িভাঙা, রশি টানার প্রতিযোগিতায় মেতে ওঠেন বনভোজনে আসা প্রবাসী বাংলাদেশিরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সবাইকে মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পী আমজাদ হোসেন, সৈয়দ আশরাফ ও মোহাম্মদ হোসেন। এবারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর বনভোজনে বিশেষ আকর্ষণ র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় বনভোজনের আনুষ্ঠানিকতা।