যুক্তরাষ্ট্রের মিশিগানে জুড়ি সমাজকল্যাণ সংস্থার বার্ষিক বনভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রোববার ওয়ারেন সিটির হলমিচ পার্কে বনভোজনে জুড়িসহ বিভিন্ন এলাকার প্রবাসী বাংলাদেশিরা জড়ো হন। সংগঠনের সভাপতি মোঃ মাহতাব উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ খান দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির মেয়র প্রোটেম আবু মূসা, কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, সংগঠনটির উপদেষ্টা মাওলানা মতিন খান, নজমুল ইসলাম, সেলিম আহমেদ, বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি শামীম আহসান, কাউন্টি কমিশনার প্রার্থী খাজা শাহাব আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক আহমেদ চৌধুরী, এটিএম ফয়েজ, মুজিব আহমদ মনির, মোশারফ হোসেন লিটু, নুরুল আলম সিদ্দিকী খালেদ, শাহাদত হোসেন মিন্টু, গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের সভাপতি মামুন উদ্দীন সামছু, সাধারণ সম্পাদক সাকের উদ্দীন সাদেক, মনজুরুল করিম তুহিন, খন্দকার ইউসুফ কামাল, সাইদ মোঃ রেজাসহ অনেকেই। সারাদিন ব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবার জন্য খেলাধূলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।