যুক্তরাষ্ট্রের মিশিগানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) বাদ জুম্মা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং অসুস্থদের দ্রুত সুস্থতা কামনায় এ দোয়ার আয়োজন করে মিশিগান বিএনপি। রাজ্যের ওয়ারেন সিটির টেন মাইলের আল ইহসান ইসলামিক সেন্টার দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম। এতে মিশিগান বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ। দোয়ায় দেশের শান্তিশৃঙ্খলা ফিরে আসার কামনা করা হয়। সবশেষে শিরনী বিতরণের মাধ্যমে শেষ হয় মাহফিলটি।