Connect with us

মিশিগানের খবর

মসজিদ আল ফালাহ’র সামার ফেস্টিভ্যালে মিলনমেলা

মসজিদ আল ফালাহ’র সামার ফেস্টিভ্যালে মিলনমেলা

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের মসজিদ আল ফালাহ ও আল কোরআন একাডেমি চত্ত্বরে চতুর্থ সামার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার, ২৩জুন দিনব্যাপী আইসিএনডি বার্ষিক এই ফেস্টিভ্যালটি বিপুলসংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে সম্পন্ন হয়। ফেস্টিভ্যালে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড, ট্রেনে ভ্রমন, ঘোড়া চড়া, গৃহপালিত পশু-পাখির প্রদর্শনী, খাবারের ষ্টল, কাপড় ও জুয়েলারি দোকানের পাশাপাশি ছিল বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের স্টল। সামার ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ইসলামিক সেন্টার অব অর্থ ডেট্রয়েট পরিচালিত আল ফালাহ মসজিদ চত্ত্বর। বাংলাদেশি কমিউনিটির কাছাকাছি হওয়ায় সারাদিন মহিলারা বাচ্চাদের হাত ধরে পায়ে হেঁটে আসা যাওয়া করেন। এছাড়াও দূর দুরান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ স্বপরিবারে অংশগ্রহণ করে ফেস্টিভ্যালকে প্রানবন্ত করে তুলেছেন।
দিনব্যাপী অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি অংশগ্রহনকারীদের উৎসাহ প্রদান এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সৈয়দ শাহেদুল হকের উপস্থাপনায় মেলায় আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আল ফালাহ মসজিদের ইমাম ও খতীব আব্দুল লতিফ আজম। এতে বক্তব্য রাখেন ডেট্রয়েট সিটির কাউন্সিলম্যান স্কাট বেনসন, কেন্টন মসজিদের ইমাম শেখ আলী সোলেমান, আইসিএনডি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান জিবরীল আমিন, ইষ্টার্ন মিশিগান ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সুইয়ান উ, ওয়েইন ষ্টেইট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর হারুনুর রশীদ, এপিআইএ ভোটের নির্বাহী পরিচালক রেবেকা ইসলামসহ আরও অনেকে।

Advertisement
Comments
Advertisement

Trending