মেজবান কিংবা মেজ্জান মানেই চট্টলাবাসীর বিশালতা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে সেই বিশাল আয়োজন করে ‘গ্রেটার চট্টগ্রাম এ্যাসোসিয়েশন অব মিশিগান’। সংগঠনটির বনভোজনের এমন আয়োজন মিশিগানের প্রবাসীদের মাঝে পরিচিত চট্টলাবাসীর ঐতিহ্যের মেজবান নামে। শনিবার রাজ্যের ওয়ারেন সিটির হলমিচ পার্কে চট্টগ্রামবাসীর বনভোজনের উপলক্ষকে কেন্দ্র করে ঢল নামে বাংলাদেশি আমেরিকানদের। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, আড্ডা আর খোশগল্পে মেতে উঠেন সবাই। মিশিগানের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হন এই মিলনমেলায়। মেজবানে বাংলাদেশী অভিবাসী ছাড়াও মিশিগানের অফিশিয়াল ডেলিগ্যাট, সিনেটর প্রার্থী, স্টেট রিপ্রেজেন্টেটিভসহ স্থানীয় আমেরিকানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্রেটার চট্টগ্রাম এ্যাসোসিয়েশন অব মিশিগানের এ আয়োজনে বিশাল ভোজন সমাবেশের পাশাপাশি ছিল খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন ছোট বড় বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষ। বনভোজনে ছিল কাপড়ের স্টল। তাছাড়া বাচ্চাদের জন্য ছিল বাংলাদেশি ঐতিহ্যের বিভিন্ন খেলা। অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী ও ব্যবসায়ীদের সৌজন্যে ছিল সোনার গহনা, টিভি, ল্যাপটপ, স্মার্টফোন, আইপ্যাডসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। সবশেষ র্যাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় সকল আনুষ্ঠানিকতা। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি। সংগঠনটির সভাপতি গিয়াস তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ এমন আয়োজনে উপস্থিত হওয়ায় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।