সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) মিশিগান চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গত রোববার (৩০ জুন) দুপুর থেকে ওয়ারেন সিটির হলমিচ পার্কে বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছিল এ মিলনমেলা। কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মুনার এমন আয়োজনে যোগ দেন আমেরিকার মেইনস্ট্রিম রাজনীতির সাথে জড়িত অনেকেই।
মিশিগান মুনা নর্থ চ্যাপ্টারের প্রেসিডেন্ট সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ারেন চ্যাপ্টারের প্রেসিডেন্ট আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় ইসলামিক স্কলারদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম শায়খ মোস্তফা এল টুরক, ইমাম শায়খ আবদুল লতিফ আজম, ইমাম শায়খ মোহাম্মদ জিন্দানী, ইমাম শায়খ আবদুল বাছিত চৌধুরী, ইমাম শায়খ হাফেজ কাশেম ফারুকী, ইমাম তাজিম খান, ইমাম রেদোয়ান আহমদ, ইমাম হাফেজ রায়হান উদ্দীন।
অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিটি অব ওয়ারেনের সাবেক মেয়র ও আসন্ন নির্বাচনে স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী জেমস ফাউটস, স্টেট সিনেট প্রার্থী আয়েশা ফারুকী, ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টের জাজ ক্যান্ডিডেট এটর্নি সায়মা খলিল, ম্যাকম্ব কাউন্টি কমিশনার প্রার্থী খাজা শাহাব আহমেদ, হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, এমসিএম মসজিদের প্রেসিডেন্ট ডা. রেদোয়ান উদ্দীন, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর মাখন, মিশিগান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, বাংলা প্রেসক্লাব মিশিগানের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবার জন্য ছিলো চকলেট দৌড়, মিউজিক্যাল চেয়ার, বেলুন ফুটানো, রশি টানাটানি, মোরগ লড়াই, পা বেঁধে দৌড় ইত্যাদি প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ অংশে ছিলো দুপুরের খাবার, রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
এছাড়াও মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা’র দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন নর্থ জোনের প্রেসিডেন্ট খায়রুল হাসান রফিক, সেন্ট্রাল প্রজেক্ট ডিরেক্টর ওলিউর রহমান, সোশ্যাল সার্ভিসের কো-অর্ডিনেটর ডা. জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ কাশেম আল মামুন।