যুক্তরাষ্ট্রের মিশিগানে স্কুল বাসের ধাক্কায় বাংলাদেশি তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার , দুপুরে রাজ্যের হ্যামট্রাম্যাক সিটির ফ্লেমিং ও ম্যাকে সড়কের বার্গার স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আমিনা আহমেদ (৩) ব্যবসায়ী মোস্তাক আহমেদ এর একমাত্র মেয়ে। বৃহস্পতিবার (১৮জুলাই) দুপুরে হ্যামট্রাম্যাক সিটির আল ইসলাহ মসজিদে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, মঙ্গলবার দুপুর ৩টার সময় হ্যামট্রাম্যাকের একটি স্কুল বাস শিশুটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে বাসটি স্ট্রিট ঘুরে আবারও ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যরা সাথে সাথে পুলিশে খবর দিলে অফিসাররা শিশুটিকে মায়ের কোলে শ্বাস নিতে দেখেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে ডেট্রয়েটের শিশু হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। তবে এ ঘটনার কারণ ও বাসের স্পিডের বিষয়ে বিস্তারিত জানায়নি হ্যামট্রাম্যাক পুলিশ।