Connect with us

মিশিগানের খবর

২১ বছর পর মিশিগানে ফোবানা সম্মেলন, প্রস্তুতি পর্ব শুরু

২১ বছর পর মিশিগানে ফোবানা সম্মেলন, প্রস্তুতি পর্ব শুরু

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৮তম সম্মেলন আগামী ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হবে। দীর্ঘ একুশ বছর পর মিশিগানে তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।
এ উপলক্ষে গত রবিবার দুপুরে মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির আড্ডা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শুরুতে ফোবানার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন শারমিন তানিম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, যুগ্ম সম্পাদক কবির কিরণ, অর্থ সম্পাদক তুষার রেজা এবং কেন্দ্রীয় কমিটির সৈয়দ শাকিল আহমেদ।
ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে উদযাপিত হয়। দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান আবারও আয়োজন করতে যাচ্ছে ফোবানা সম্মেলন।
সংবাদ সম্মেলনে মিশিগানে ৩৮ তম ফোবানার আয়োজক কমিটির কনভেনার হিসেবে কামরুল হুদা রাসেল, মেম্বার সেক্রেটারি হিসাবে খালেদ হোসেন, কনভেনশন প্রেসিডেন্ট নাসির সবুজ, চিফ কোর্ডিনেটর মোহাম্মদ শাহাবুদ্দিন, কনভেনশন স্টাটিজি প্লানিং ডিরেক্টর জাহেদ আলী, কালচারাল সেক্রেটারি বদরুল হুদা নাজেল, সহ কালচারাল সেক্রেটারি রসি মীর এর নাম ঘোষণা করা হয়। এছাড়া আয়োজক কমিটি আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন কমিটি এবং সদস্যদের নাম ঘোষণা করেন।
আয়োজকরা জানান, “মোদের গর্ব, মোদের দেশ, হৃদয়ে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ৩৮ তম ফোবানার মুল লক্ষ্য উত্তর আমেরিকায় বাংলাদেশের সাংস্কৃতিকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করা। সম্মেলনে থাকবে বিশেষ সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেমিনার গুলোতে অংশগ্রহণ করবেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, শিক্ষাবিদ, গবেষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মিশিগানে অনুষ্ঠিত ফোবানার সম্মেলনটি ডেট্রয়েট সিটির জেইন ফিল্ডে অনুষ্ঠিত হবে তবে সেমিনার এবং আলোচনা অনুষ্ঠান গুলো সাউথ ফিল্ডের হোটেল হিলটন গার্ডেনে সম্পন্ন হবে বলে জানা গেছে।

Advertisement
Comments
Advertisement

Trending