বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকীতে যুক্তরাষ্ট্রে শোক সভা করেছে মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগ। গত রবিবার দুপুর ১টায় মিশিগান রাজ্যের হ্যামট্রামেক সিটি হলের সামনে ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষ্যে সভা ও মিছিল সম্পন্ন হয়।
মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমদ চাঁনের সভাপতিত্বে স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় পবিত্র কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় বাণী পাঠ করা হয়। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোক সভায় বক্তব্য রাখেন ডেট্রয়েট সিটির সাবেক পুলিশ কমিশনার উইলিয়াম ডেভিস, ওয়েন স্টেট ইউনিভার্সিটির গভর্নর ডা. অনীল কুমার, মুসলিম ভয়েস ফর গ্লোবাল জাস্টিজের ডাইরেক্টর রেদওয়ান আনাস, মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাব্বী আলম, সাবেক স্টেট রিপ্রেজেনটেটিভ পারমা কুপা, সুরেশ প্যাটেল, প্যাকের ডাইরেক্ট মুবারক মুজিব, নিয়রন সাইফস, ডা. সনিয়া ইপাস, ইলি আজাল, ওয়াহিদুল হক নাছির, বীর মুক্তিযোদ্ধা মিসবাহ আহমদ, এম এ সালাম সেলিম, নজরুল ইসলাম, মকবুল হোসেন জাবেদ, ফরহাদ আহমদ গুলজারসহ মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।