Connect with us

মিশিগানের খবর

মিশিগানে ডেট্রয়েট স্টারস প্রিমিয়ার লীগ সম্পন্ন

মিশিগানে ডেট্রয়েট স্টারস প্রিমিয়ার লীগ সম্পন্ন

মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত ওয়ারেনে ফুটবলের আসর ডেট্রয়েট স্টারস প্রিমিয়ার লীগ সফলভাবে সম্পন্ন হয়েছে। ডেট্রয়েট স্টারস ফুটবল অ্যাকাডেমির আয়োজনে গত শনিবার ওয়ারেন সিটির হলমিচ পার্কে ফাইনালের মাধ্যমে মাসব্যাপী লীগটির সমাপ্তি হয়।
প্রিমিয়ার লীগে ডেট্রয়েট স্টারস রেড, ডেট্রয়েট স্টারস ব্লু, এনপিজি এফসি, বিসমিল্লাহ এফসি, বেঙ্গল ইনস্যুরেন্স এফসিসহ মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয়েছে “ডেট্রয়েট স্টারস রেড”। ফাইনালে আরেক দল ডেট্রয়েট স্টারস ব্লু-কে ২-০ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে দলটি।
খেলা শেষে বিসমিল্লাহ রেস্টুরেন্টে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেট্রয়েট স্টারস ফুটবল অ্যাকাডেমির রাশেল আলির সঞ্চালনায় প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে তুলে দেয়া হয় আকর্ষণীয় ট্রফি সহ ম্যাচ সেরা অনেক পুরস্কার। এতে অংশ নেন প্রিমিয়ার লীগের পৃষ্টপোষকতায় থাকা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।
প্রিমিয়ার লীগটি সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডেট্রয়েট স্টারস ফুটবল অ্যাকাডেমির প্রেসিডেন্ট আফজাল চৌধুরি বলেন, উন্মাদনা-উত্তেজনায় লীগটি বেশ উৎসবমুখর ছিল। বছরজুড়ে খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে এমন আয়োজনের ধারাবাহিকতা থাকবে বলে জানান তিনি।

Advertisement
Comments
Advertisement

Trending