Connect with us

নিউইয়র্ক

আবারো একজোট উবার ড্রাইভাররা, রোড মার্চ ৪ সেপ্টেম্বর

Published

on

আবারো একজোট উবার ড্রাইভাররা, রোড মার্চ ৪ সেপ্টেম্বর

যাত্রী আনা-নেয়ায় পুরোপুরি লগ অফ বন্ধের দাবিতে আবারো একজোট হচ্ছে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স। আর এ দাবি বাস্তবায়নে উবার লিফটের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করতে চায় সংগঠনের নেতারা। এরই মধ্যে সময় বেঁধে দিয়েছে তারা। আগামী ৪ সেপ্টেম্বর দুপুরে নিউইয়র্কের ম্যানহাটনের উবার অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করবেন ড্রাইভাররা। প্রতিবাদ সমাবেশে যোগ দিতে ড্রাইভারদের সিটি হলের সামনে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স। জানা গেছে, এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেবেন নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নির্বাচিত প্রতিনিধিরা। তারা এ সময় উবার ও লিফট ড্রাইভারদের লগ অফ করার কারণে কী কী সমস্যা হচ্ছে তা নিয়ে বিস্তারিত তুলে ধরবেন উবারের শীর্ষ কর্মকর্তাদের কাছে। এসব সমস্যার অন্যতম হলো, লগ অফ করার কারণে ড্রাইভারদের আগের যেকোনো সময়ের তুলনায় আয় কমেছে। আয় কমার কারণে বেশিরভাগ চালক ঠিকমতো সংসারের খরচ মেটাতে পারছেন না। ফলে তারা কঠিন পরিস্থিতির মধ্যে সময় পার করছেন। যখন-তখন লগ অফ করে রাখার কারণে ড্রাইভাররা তাদের দৈনন্দিন আয়ের টার্গেট পূরণ করতে পারছেন না।
যদিও ইতিমধ্যে সিটি মেয়র এরিক অ্যাডামস উবার ও লিফটের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সমস্যা নিরসনের উদ্যোগ নিয়েছেন। মেয়র অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, উবার ও লিফট লগ অফ কমিয়ে আনবে। কিন্তু এই কমিয়ে আনার পরিমাণ কত হবে, তা নিশ্চিত নয়। সে কারণে ড্রাইভাররা শঙ্কায় আছেন। এ প্রসঙ্গে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার টিপু সুলতান বলেন, উবার ও লিফটের কাছে আমাদের দাবি হলো ড্রাইভারদের যখন-তখন লগ অফ করা যাবে না। সিটি মেয়রের কাছে তারা প্রতিশ্রুতি দিবেন। একই সাথে যে ক’দিন ধরে লগ অফ করে রেখেছে, এই সময়ের জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
তিনি বলেন, আমরা এসব দাবিদাওয়া জানাতে আগামী ৪ সেপ্টেম্বর একটি সমাবেশের আয়োজন করেছি। ওই দিন সিটি হলের সামনে আমরা ড্রাইভারদের নিয়ে মিলিত হব। সেখানে সংবাদ সম্মেলনে ড্রাইভাররা তাদের কথা জানাবেন। নির্বাচিত প্রতিনিধিরাও কথা বলবেন। এরপর আমরা উবারের প্রধান কার্যালয়ের উদ্দেশে মার্চ করব। এতে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে ৩০ হাজার ড্রাইভারকে গুগল ফর্ম দেওয়া হয়েছে। তারা গুগল ফর্ম পূরণ করলে এটি শপথ হিসেবে বিবেচিত হবে। বলেন, টার্গেট রাখা হচ্ছে কমপক্ষে পাঁচ হাজার ড্রাইভারকে সেখানে সম্পৃক্ত করার।
টিপু সুলতান আরো জানান, সিটিতে প্রায় ২৫ হাজার বাংলাদেশি ড্রাইভার আছেন, তারা সবাই আন্দোলনে আসেন না। অনেকেই কষ্টে থাকলেও বলতে চান না। কেউ কেউ মনে করেন আন্দোলনে যাওয়ার দরকার নেই, দাবি পূরণ হলে অন্য সবার মতো তারাও সুবিধা পাবেন।

Advertisement
Comments
Advertisement

Trending