Connect with us

নিউইয়র্ক

কোটা আন্দোলন ও সহিংসতা বিষয়ে যে বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র

Published

on

কোটা আন্দোলন ও সহিংসতা বিষয়ে যে বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশের জন্য সবাইকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকে যুক্তরাষ্ট্র সমর্থন করলেও সব ধরনের সহিংসতার নিন্দা জানায়।
সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘প্রথমত, বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে জানান দিয়েছি। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। জরুরি দায়িত্বের আওতামুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় ঢাকা ত্যাগের অনুমতি দেয়া হয়েছে।”
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনস্যুলারসহ অন্যান্য সেবা দেবার জন্য দূতাবাস খোলা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বলছি যদি কোনো নাগরিক নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হন, কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, তাহলে তারা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করছি। অবশ্যই নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।’
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন নরসিংদী জেলা কারাগার থেকে কয়েদি ও জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ম্যাথিউ মিলার।

Advertisement
Comments
Advertisement

Trending