৭শ মিলিয়ন ডলারে মামলা নিষ্পত্তি; নিউইয়র্ক পাবে ৪৪ মিলিয়ন
আমেরিকায় জনপ্রিয় শিশু সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘জনসন অ্যান্ড জনসন’ এর বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির জন্য ৭০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। সংস্থাটির ট্যালকম ভিত্তিক পাউডার পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া যাওয়ায় মামলাটি দায়ের করা হয়েছিল।
যদিও জনসন অ্যান্ড জনসন তাদের ভুল স্বীকার করেনি, তবে আমেরিকার ৪২টি স্টেটের সাথে একটি সমঝোতায় এসেছে। এর ফলে শুধু নিউইয়র্ক স্টেটকে ৪৪ মিলিয়ন ডলার দেবে সংস্থাটি। যা তিন বছরের মধ্যে চারটি কিস্তিতে পরিশোধ করতে হবে।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লাটিশা জেমস এক বিবৃতিতে বলেছেন, বিপজ্জনক পদার্থ রয়েছে এমন কসমেটিক পণ্যে প্রচার শুধু বেআইনি নয়, এটি অত্যন্ত নিষ্ঠুর।
তিনি বলেন, এই অর্থ কোনোভাবেই ইতিমধ্যে হয়ে যাওয়া ক্ষতিকে সারিয়ে তুলতে পারবে না। তবে, এখন পরিবারগুলো আশ্বস্ত হতে পারে যে, কোম্পানিটি যে ক্ষতি করেছে তাকে তার জন্য দায়ি করা হচ্ছে এবং এর বিপজ্জনক পণ্যগুলো আর বাজারে বিক্রি হবে না।
সংস্থাটি কয়েক দশক ধরে আমেরিকায় ট্যালকম পাউডারযুক্ত বেবি পাউডার এবং বডি পাউডার বিক্রি করে আসছে। ট্যালকম পাউডার পণ্যগুলোতে কার্সিনোজেনসহ ক্যান্সারের উপাদান পাওয়া গেলে সংস্থাটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
মামলা নিষ্পত্তির ফলে ‘জনসন অ্যান্ড জনসন আগামী তিন বছরের মধ্যে দেশের ৪২টি স্টেটকে ৭০০ মিলিয়ন ডলার দেওয়ার পাশাপাশি স্থায়ীভাবে আমেরিকায় সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে ট্যালকম পাউডারযুক্ত কোনো পণ্য উৎপাদন, বিক্রয়, প্রচার বা বিতরণ করতে পারবে না।