Connect with us

নিউইয়র্ক

টার্গেট স্টোরে কেনাকাটায় শিক্ষকদের জন্য ২০% ছাড়

Published

on

newyork-somoy

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মের ছুটি শেষ হলো বলে। এরই মধ্যে দীর্ঘ অবসর আর ছুটি উদ্যাপন শেষে নিজ নিজ কর্মস্থলে ফেরার প্রস্তুতি শুরু করেছে নিউইয়র্কের স্কুল শিক্ষকরা। সেপ্টেম্বর থেকে আবারো ব্যস্ত কর্মজীবনে চাঞ্চল্য ফেরাতে শুরু করে দিয়েছেন টুকটাক প্রয়োজনীয় কেনাকাটাও। পোশাক, ব্যাগ, হাতের ঘড়িসহ সবকিছু যেন নতুন লাগবে। আর তাই তো স্কুলগামী শিক্ষকদের কথা আমলে নিয়ে এবার শিক্ষকদের জন্য ২০ শতাংশ ছাড় দিয়েছে মার্কিন জনপ্রিয় সুপারশপ, গ্রোসারি প্রতিষ্ঠান টার্গেট। টার্গেট শিক্ষকদের জন্য বিশেষ ছাড়ের প্রস্তাব দিচ্ছে যারা তাদের ব্যাক টু স্কুল শপিং সম্পন্ন করতে চান। এখন থেকে ২৪ আগস্ট পর্যন্ত শিক্ষকরা টার্গেট সার্কেল ৩৬০-এর জন্য সাইন আপ করে একটি পণ্য কেনাকাটার উপর ২০ শতাংশ ছাড় নিতে পারবেন।
তবে এই অফারটি গ্রহণ করার জন্য শিক্ষকদের তাদের শিক্ষকতার পরিচয় জানাতে হবে, যা তারা শিক্ষকের আইডি, সাম্প্রতিক বেতন স্লিপ অথবা হোম স্কুল ডকুমেন্ট আপলোড করে প্রমাণ করতে পারেন।
টার্গেট কর্তৃপক্ষ বলছে, প্রথমবারের জন্য টার্গেট সার্কেল ৩৬০ ব্যবহারকারীরা একটি বছরের জন্য অর্ধমূল্যে সাবস্ক্রিপশন পেতে পারেন। তবে, আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে কারণ এই অফার বুধবার রাতে শেষ হবে। এদিকে কেবল টার্গেট নয় স্টেপল্স এবং মাইকেলসের মতো অন্যান্য দোকানও শিক্ষকদের জন্য অনুরূপ ব্যাক টু স্কুল ছাড় অফার করছে।

Advertisement
Comments
Advertisement

Trending