চূড়ান্ত সতর্কতা জারি আইআরএসের
২০২০ সালের ট্যাক্স রিফান্ড নেওয়ার সুযোগ ফুরিয়ে আসছে। যারা এখনও ট্যাক্স রিফান্ড দাবি করেননি তাদের প্রতি চূড়ান্ত সতর্কতা জারি করেছে ফেডারেল সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস-আইআরএস।
ওই বছর অন্তত এক মিলিয়ন করদাতা তাদের রিটার্নস দাখিল করেননি। রিটার্ন দাখিল না করায় এক বিলিয়ন ডলার রিফান্ড পড়ে রয়েছে ফেডারেল ফান্ডে। এদের মধ্যে নিউইয়র্কের বাসিন্দাদের রিফান্ড রয়েছে ৬১ মিলিয়ন ডলার।
আইআরএস জানিয়েছে, ঋণ না থাকলে রিটার্নস দাখিল করতে ব্যর্থ হওয়ায় কোনো শাস্তি বা জরিমানা করা হবে না করদাতাদের।
২০২০ সালের করবর্ষে মধ্যম আয়ের করদাতারা রিফান্ড পাবেন ৯৩২ ডলার।
রিফান্ড দাবি করার শেষ সময় ১৭ই মে।