নিউইয়র্কের অধিবাসীরা চাইলে এখন থেকে তাদের আইডি, লাইসেন্স কিংবা পারমিট মোবাইল ফোনে সহজেই এমআইডি করতে পারবেন। প্রয়োজন হলে স্ব-শরীরে আইডি, লাইসেন্স বহনের পরিবর্তে মোবাইলের আইডি ব্যবহার করা যাবে। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছে নিউইর্য়ক স্টেট। যেখানে বলা হচ্ছে, মোবাইলে ব্যক্তির আইডি লাইসেন্স ব্যবহার করলে সেক্ষেত্র তথ্য সংক্রান্ত সকল নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করবে প্রশাসন। তবে কোনো সংস্থা কিংবা অথরিটি যদি মোবাইল ফোনের আইডি গ্রহণ না করে, সে ক্ষেত্রে ফিজিক্যাল আইডি, লাইসেন্স কিংবা পারমিট দেখাতে হবে।
নিউইয়র্ক ডিএমভি থেকে লাইসেন্স, পারমিট এবং নন-ড্রাইভার আইডি হোল্ডারদের জন্য মোবাইল আইডি সম্পর্কে বলা হয়েছে, নিউইয়র্ক মোবাইল আইডি (এমআইডি) ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা রক্ষা করার সময় ব্যক্তির পরিচয় প্রমাণ করার জন্য একটি সুবিধাজনক, যোগাযোগহীন এবং অত্যন্ত নিরাপদ উপায় অফার করে থাকে। একই সাথে এ সেবাটি বিনা মূল্যে এবং ঐচ্ছিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্কের যেকোনো বাসিন্দার জন্য এটি ডাউনলোড করা যাবে; যার একটি সামঞ্জস্যপূর্ণ স্মার্টফোন এবং একটি বৈধ নিউইয়র্ক স্টেট লাইসেন্স পারমিট বা নন-ড্রাইভার আইডি রয়েছে। এটি বর্তমানে আইওএস এবং এনড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে। দুই ধরনের ডিভাইসেই একটি অ্যাপ হিসেবে ব্যবহার করা যাবে।
তথ্য বলছে, মোবাইল আইডি থাকলেও ফিজিক্যাল আইডি লাগবে। কারণ মোবাইল আইডি সবাই ব্যবহার করে না। এমআইডি আপনার ফিজিক্যাল লাইসেন্স, পারমিট বা নন-ড্রাইভার আইডি প্রতিস্থাপন করছে না। সব কর্তৃপক্ষ ও ব্যবসাপ্রতিষ্ঠান এমআইডি গ্রহণ করে না। এ জন্য অবশ্যই আপনার ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্স, পারমিট বা নন-ড্রাইভার আইডি কার্ড সঙ্গে আনতে হবে এবং যেখানে এমআইডি গ্রহণ করা হয় না, সেখানে এটি ব্যবহার করতে হবে। এমআইডি পেতে একটি ফিজিক্যাল লাইসেন্স, পারমিট বা নন-ড্রাইভার আইডি থাকতে হবে।