Connect with us

নিউইয়র্ক

নিউইয়র্কসহ ১৪ স্টেটে শসায় ব্যাকটেরিয়া!

Published

on

নিউইয়র্কসহ ১৪ স্টেটে শসায় ব্যাকটেরিয়া!

আমেরিকার ১৪ স্টেটে শসায় স্যামনেল্লা ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এ কারণে বিক্রি হওয়া সতেজ শসা ফেরত নেওয়া হচ্ছে। সালাদের জন্যে শসা স্লাইস করার আগে ফ্রিজে এবং ড্রয়ারে চেক করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এফডিএ এবং ফ্রেশ স্টার্ট প্রডিউস সেলস জানিয়েছে, তারা স্যালমনেল্লা ব্যাকটেরিয়া থাকার আশঙ্কায় বিক্রি করা শসা গ্রাহকদের কাছ থেকে ফিরিয়ে নিচ্ছেন। এক বিবৃতিতে এফডিএ জানায়, পেনসিলভেইনিয়া ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার কোম্পানিটিকে জানায় তাদের একটি পণ্যে ব্যাকটেরিয়া পজিটিভ শনাক্ত করা হয়েছে। তারপর থেকে শসা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্যালমনেল্লা সংক্রমণ নিয়ে বিস্তারিত তদন্ত করছে ফেডারেল খাদ্য এবং ওষুধ কর্তৃপক্ষ এফডিএ। রিটেইলার ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে বাক কার্টনে করে ১৭ মে থেকে ২১ মে পর্যন্ত শসা ডেলিভারি করা হয়েছিলো। নিউইয়র্ক, আলাবামা, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, মেরিল্যান্ড, নর্থ ক্যারোলাইনা, নিউজার্সি, ওহাইও, পেনসিলভেইনিয়া, সাউথ ক্যারোলাইনা, টেনিসি, ভার্জিনিয়া এবং ওয়েস্ট ভার্জিনিয়া স্টেটের ফুড সার্ভিস ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে শসাগুলো ডেলিভারি করা হয়েছে।
তবে শসা যারা খেয়েছেন তারা কোনো রোগে আক্রান্ত হয়েছেন কিনা তা এখনও জানায়নি কোম্পানি এবং এফডিএ।
যেসব শসা ফেরত নেওয়া হচ্ছে তা আনুমানিক দেড় থেকে দুই ইঞ্চি প্রস্থের ডার্ক গ্রিন কালার। লম্বায় ৫ থেকে ৯ ইঞ্চি। এর মধ্যে মিনি এবং ইংলিশ কিউকাম্বার অন্তর্ভুক্ত নয়।

Advertisement
Comments
Advertisement

Trending