নিউইয়র্ক স্টেটের হোটেলগুলোতে শ্যাম্পু এবং লোশনের মতো ছোট বোতল জাতীয় যে কোনো পণ্য নিষিদ্ধ করা হয়েছে। নিউইয়র্ক অ্যাসেম্বলিতে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। অপচয় কমানোর লক্ষ্যে এ আইন পাস করা হয়েছে বলে জানান স্টেট আইনপ্রণেতারা।
এই আইন ৫০ রুমের হোটেলের জন্য প্রযোজ্য হবে। আইনটি কার্যকর হবে আগামী পহেলা জানুয়ারি থেকে। ১২ আউন্সের নিচে কোনো বোতল আবাসিক হোটেলগুলোতে হসপিটালিটি কেয়ার হিসেবে সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব এনভাইরনমেন্ট কনজারভেশন।
আইনটি প্রথম প্রস্তাব করা হয় ২০১৯ সালে। অনেক আলোচনা, বিতর্ক, বিশিষ্টজনদের মতামত, পরিসংখ্যান এবং গবেষণা শেষে আইনটি স্টেট কংগ্রেসে উত্থাপন করা হয়।
নিউইয়র্কের নতুন আইন অনুযায়ী, ১২ আউন্সের কম ছোট বোতল হোটেলে রাখলে সংশোধনের জন্য প্রথমে ৩০ দিন সময় দিয়ে সতর্ক করা হবে। এর মধ্যে সংশোধন না হলে আড়াইশ ডলার জরিমানা করবে স্টেট কর্তৃপক্ষ।