নিউইয়র্ক
নিউইয়র্কে চালু হচ্ছে মোবাইল আইডি
Published
3 months agoon
পকেটে রাখতে হবে না ড্রাইভিং লাইসেন্স
জন এফ কেনেডি (জেএফকে) বিমান বন্দরে নেমেছেন, কিংবা ভাবছেন নিউইয়র্কের রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়বেন, পথিমধ্যে কিনবেন টুকটাক প্রয়োজনীয় জিনিস। কিন্তু সিকিউরিটি পয়েন্টেই আটকে দেয়া হলো—এমন অবস্থায় মহা বিপত্তিতে পড়েন অনেকেই। সঙ্গে রাখতে হয় প্রয়োজনীয় সকল কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স। যা রীতিমতো সময় আর সাহসে বিড়ম্বনায় ফেলছে আপনাকে।
এবার এই বিপত্তি থেকে বাচঁতে একটি মোবাইল আইডি কর্মসূচি চালু করেছে নিউইয়র্ক স্টেট। এতে ড্রাইভিং লাইসেন্স এবং নন-ড্রাইভার লাইসেন্স ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। নিউইয়র্কে বিমানে চলাচলকারীদের ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে পরিচয় শনাক্ত করতে নতুন মোবাইল অ্যাপটি চালু করেছে ডিপার্টমেন্ট অব মোটর ভেহিক্যালস-ডিএমভি। যাকে সময়োপযোগী উল্লেখ করে নিউইয়র্ক গর্ভনর ক্যাথি হকুল জানিয়েছেন, অ্যাপের মাধ্যমে মোবাইলের এই নতুন আইডি দিয়েই লা গুয়ার্ডিয়া এবং জেএফকে এয়ারপোর্টে যাত্রীদের পরিচয় শনাক্ত করা হবে। একই সাথে ড্রাইভারদের ডিজিটাল লাইসেন্স এয়ারপোর্ট সিকিউরিটি পয়েন্টে গ্রহণ করা হবে। লাগার্ডিয়া এবং জেএফকে এয়ারপোর্টের ৩০টি পয়েন্টে এ সুবিধা পাওয়া যাবে। টার্মিনালে ডিজিটাল আইডেন্টিটি ডকুমেন্ট স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করা হবে। এ জন্যে মোবাইল কোনো অফিসারের কাছে জমা দিতে হবে না। শুধু স্ক্যান করলেই চলে আসবে সব তথ্য। অ্যাপে যা তথ্য থাকবে তা এনক্রিপ্টেড এবং ডিজিটাল মাধ্যমে নিরাপদ উপায়ে ব্যবহার করা হবে বলে জানিয়েছে নিউইয়র্ক স্টেট কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কোনো কিছু কিনতে গেলে বয়সের প্রমাণ দেখানোর কাজেও ব্যবহার করা যাবে মোবাইল আইডি। আগে বিমানবন্দরে সিকিউরিটি অফিসারদের অনেক ডকুমেন্ট দেখাতে হতো। নতুন মোবাইল আইডির মাধ্যমে তা নিরসন হতে যাচ্ছে। নিউইয়র্ক স্টেট যে ড্রাইভিং লাইসেন্স দিবে তার একটি ডিজিটাল ভার্সনও থাকবে। নিউইয়র্ক মোবাইল আইডি নামের অ্যাপটি অ্যাপল স্টোর এবং অ্যান্ড্রয়েড দু জায়গায় পাওয়া যাবে। অ্যাপটি চালু করতে একটি লাইসেন্স, পারমিট অথবা নন-ড্রাইভার আইডির প্রয়োজন হবে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি দিলেই ছবি নিয়ে নেবে অ্যাপটি। সংবাদ সম্মেলনে ট্র্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ফেডারেল সিকিউরিটি পরিচালক রবার্ট ডাফি বলেন, নিউইয়র্কারদের পরিচয় সংরক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আনবে অ্যাপটি। অ্যাপটি এয়ারপোর্টসহ প্রশাসন এবং নিউইয়র্কারদের সময় বাঁচাবে। শুধু তাই নয় আইনশৃঙ্খলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কিউআর কোড স্ক্যান করেই নিরাপত্তাবাহিনী সন্দেহভাজনদের পরিচয় শনাক্ত করতে পারবে। তবে প্রাথমিকভাবে যেহেতু সকল ব্যবসা প্রতিষ্ঠান নতুন মোবাইল আইডি গ্রহণ করবে না তাই আপাতত ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।