Connect with us

নিউইয়র্ক

নিউইয়র্কে মসজিদ আল কোবার জন্য চলছে ফান্ড রাইজিং

Published

on

নিউইয়র্কের জ্যামাইকায় সাউথ জ্যামাইকা ইসলামিক সেন্টার তথা মসজিদ আল কোবা প্রতিষ্ঠার জন্য জরুরী ভিত্তিতে ফান্ড সংগ্রহ চলছে। সুদমুক্তভাবে এককালীন নগদে মূল্য পরিশোধের জন্য প্রয়োজন ১.২ মিলিয়ন ডলার। যার তহবিল সংগ্রহের জন্য ২জুন শনিবার জ্যামাইকার হোটেল লিভার্টি ব্যাঙ্কুয়েট হলে ফান্ড রাইজিং ডিনার ইভেন্টের আয়োজন করে মসজিদ আল কোবা পরিচালনা কমিটি।

ডিনার ইভেন্টে মসজিদ আল কোবা পরিচালনা কমিটির সভাপতি কাজী এম আর খান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকের হোসাইন সুমনের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটর্নী মঈন চৌধুরি, ডা. সাদি আলম, ডা. আতাউল গনি, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ আলি, মিজানুর রহমান, জাহিদ মিন্টু।

জানা গেছে, মুসলিম অধ্যুষিত সাউথ জ্যামাইকার মুসলমানদের চাহিদা ও প্রত্যামা পূরণের লক্ষে মসজিদ আল কোবার জন্য ৫ হাজার বর্গফুট জমির উপর ৩ তলা ভবনটি ক্রয়ের জন্য ইতোমধ্যে চুক্তি সম্পাদন করেছে মসজিদ পরিচালনা কমিটি।

চুক্তির নির্ধারিত সময়ের মধ্যে নগদে বাড়িটির মূল্য পরিশোধ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন মসজিদ কমিটি। মসজিদ ফান্ড রাইজিং তহবিলে দান করতে পারেন। Email: [email protected]

Advertisement
Comments
Advertisement

Trending