নিউইয়র্কে চলছে গ্রীস্মকাল। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে। গ্রীষ্মকাল উপভোগ করার জন্য সিটির অবকাশযাপন উপযোগী সব উন্মুক্ত স্থান, পার্ক, মিউজিয়ামে এরই মধ্যে ভীড় বাড়ছে। এই সামারকে আরো উৎসবমুখর করতে পিছিয়ে নেই নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষও। সম্প্রতি তারা জানিয়েছে, আগামী জুলাই ও আগস্ট জুড়ে নির্দিষ্ট দিনগুলোতে প্রায় ২০ মাইল রাস্তা একেবারে গাড়িমুক্ত থাকবে। মঙ্গলবার এক ঘোষণায় তারা জানালেন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে নির্দিষ্ট দিনে সকাল ৭ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত সড়কগুলো সাইক্লিস্ট এবং পথচারীদের জন্য খোলা থাকবে। কুইন্স, ম্যানহাটনসহ পাঁচটি বরোতে চলবে সামার স্ট্রিটসের আয়োজন। এরই মধ্যে গাড়ি চলাচল বন্ধ থাকবে এমন সব স্থানের নাম উল্লেখ করে তারিখও জানানো হয়েছে। সেখানে দেখা যায়, আগামী জুলাই ২৭ কুইন্স এবং স্টেটেন আইল্যান্ড; ৩, ১০ ও ১৭ আগস্ট ম্যানহাটনের লাফায়েত স্ট্রিট এবং পার্ক এভিনিউ ব্রুকলিন ব্রিজ থেকে ১০৯তম স্ট্রিট; সেন্ট্রাল পার্ক নর্থ পঞ্চম এভিনিউ থেকে অ্যাডাম ক্লেটন পাওয়েল বুলেভার্ড; অ্যাডাম
ক্লেটন পাওয়েল বুলেভার্ড ১১০তম স্ট্রিট থেকে ১২৫তম স্ট্রিট; ২৪ আগস্ট ব্রুকলিন এবং ব্রঙ্কসের গ্র্যান্ড কনকোর্স ইস্ট ট্রেমন্ট এভিনিউ থেকে মসোলু পার্কওয়ে; ইস্টার্ন পার্কওয়ে গ্র্যান্ড আর্মি প্লাজা থেকে বাফেলো এভিনিউ পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে এ সময় পথচারীরা চলাচল করবেন, সাথে চলবে সাইকেল। নিউইয়র্ক সিটি বিভাগ বলছে, এই বছরের সামার স্ট্রিটস প্রোগ্রাম গত বছরের তুলনায় বড়, খোলা থাকছে শহরের ৩৩% বেশি রাস্তা। এ প্রসঙ্গে পরিবহন কমিশনার ইয়দানিস রদ্রিগেজ বলেন, সামার স্ট্রিটস নিউ ইয়র্কারদের দেখায় যে, আমাদের রাস্তাগুলি কতটা আনন্দময় এবং মনোরম হয়। যেখানে আমরা হাঁটা, সাইকেল চালানো এবং খেলার জন্যই শুধু রাস্তাগুলি খোলা রাখি। তিনি আরো জানান, এ দিনগুলোতে প্রতিটি রাস্তা শিল্পকর্ম দিয়ে সাজানো হবে এবং এসব কিছুর আয়োজন করবে সিটি পরিবহণ বিভাগ।