Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্ক সিটিতে ডিওটি’র সামার স্ট্রিট

Published

on

নিউইয়র্ক সিটিতে ডিওটি’র সামার স্ট্রিট

নিউইয়র্ক সিটির এই সামারে নগরবাসীর জন্য শহরকে আরো বেশি স্বাচ্ছন্দ্যময় করে গড়ে তুলতে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন-ডিওটি আয়োজন করেছে সামার স্ট্রিট। গত শনিবার থেকে শুরু হওয়া এ সামার স্ট্রিট প্রতি শনিবারেই পরবর্তী এক মাস পর্যন্ত চলবে। গত শনিবার স্ট্যাটেন আইল্যান্ড ও কুইন্সে অনুষ্ঠিত হয় এই সামার স্ট্রিটের প্রথম পর্ব। আগামী শনিবার ম্যানহাটনের হারলেমসহ তিনটি স্পটে এবং পরবর্তী সপ্তাহে ব্রঙ্কস এবং ব্রুকলিনে ও তার পরবর্তী সপ্তাহে আবারো ম্যানহাটনসহ বেশ কয়েকটি স্থানে এই সামার ট্রিট অনুষ্ঠিত হবে।
সামার স্ট্রিটটির নেতৃত্ব দিচ্ছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এবং ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের কমিশনার ইদানিস রদ্রিগেজ। সামার স্ট্রিটটিতে নিউইয়র্কের স্থানীয় অধিবাসীদের দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে সেখানকার এথনিক কালচারাল একটিভিটিসগুলোকে প্রাধান্য দেয়া হয়, তারই ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশি কালচারাল সংগঠন পারফর্ম করে শিশু কিশোরদের নৃত্য ও গানসহ বেশ কিছু আয়োজনে। ঠিক একইভাবে স্প্যানিশ, সাউথ আমেরিকান, আরব দেশগুলোর মধ্যে ইয়েমেন ও থাইল্যান্ডের পারফরমেন্স স্থানীয় উপস্থিতিকে আনন্দ দেয়।

Advertisement
Comments
Advertisement

Trending