চাইল্ড ট্যাক্স ক্রেডিট
এবার নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলোর জন্য মিলিয়ন ডলারের বরাদ্দ দিয়েছে নিউইয়র্ক সিটি। চাইল্ড ট্যাক্স ক্রেডিট সুবিধার আওতায় ১০ লাখেরও বেশি পরিবার পাবেন এ আর্থিক সুবিধা।
মঙ্গলবার সিটি গভর্নর ক্যাথি হোকুল এ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগস্টের শেষের মধ্যে ১ মিলিয়ন নিউইয়র্ক পরিবার চেক পাবে। চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মাধ্যমে পরিবার প্রতি শিশু ৩৩০ পর্যন্ত অতিরিক্ত অর্থ পাবে। গর্ভনর আরো জানিয়েছেন, যেসব নিম্ন আয়ের পরিবারে সন্তান ১৭ বছরের নিচে রয়েছে একই সাথে তাদের বছরের আয় একটি নির্দিষ্ট সীমার মধ্যে তারা এই তহবিলের যোগ্য।
এ প্রসঙ্গে স্কুইলার সেন্টার ফর অ্যানালিসিস অ্যান্ড অ্যাডভোকেসির সভাপতি কেট ব্রেসলিন বিস্তারিত ব্যাখ্যা করেছেন। বলেন, নিউইর্য়ক
সিটির অধিবাসীদের উন্নত মানের জীবন যাপনের জন্য বাৎসরিক আয় ১ লাখ ১০ হাজার ডলার। কিন্তু দেখা যাচ্ছে বছরে ১০ হাজার ডলারও অনেকে আয় করছেন। এই যে ধাপে ধাপে আয় করার অযোগ্য হচ্ছেন নাগরিকরা এই ট্যাক্স ক্রেডিট পরিবারে শিশু সংখ্যা অনুযায়ী নির্ধারিত হবে। তিনি আরো বলেন, চেকের পরিমাণ ২৫ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত গত বছরের শিশু ট্যাক্স ক্রেডিটের সমান হবে।
নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ট্যাক্স অ্যান্ড ফাইনান্স অনুযায়ী, যারা যোগ্য তাদের ২০২৩ সালের ট্যাক্স বছরের জন্য সিটি ট্যাক্স ক্রেডিটের জন্য কমপক্ষে ১০০ পেয়েছে এবং ১৫ এপ্রিল ২০২৪ এর মধ্যে রাজ্যের আয়কর রিটার্ন দাখিল করেছে।
এদিকে গভর্নর বলছেন, নিউইয়র্কবাসীদের এই অর্থপ্রাপ্তির জন্য কিছুই করতে হবে না। কোনো ফর্ম, ফোন কল, বা কোনো ঝামেলা নেই। এটি সরাসরি তাদের কাছে পৌঁছে যাব । আর ব্রেসলিন বলেছেন, এই অর্থটি পরিবারের জন্য সময়মতো আসবে। ‘এটি সেই মুহূর্তে আসছে যখন পরিবারগুলো স্কুল খোলার কেনাকাটার কথা ভাবছে এবং অন্যান্য বিষয়গুলির পরিকল্পনা করছে।’ এটি শুধুমাত্র এই বছরের জন্য একটি অতিরিক্ত অর্থপ্রাপ্তি।