স্বল্প ও নিম্ন আয়ের মানুষদের জন্য সুলভ আবাসন ব্যবস্থা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে নিউজার্সি সিটি। আর এরই অংশ হিসাবে ইতিমধ্যে খুলেছে ‘এফোর্ডেবল হাউজিং লটারি পোর্টাল’। সিটি মেয়র স্টেভেন ফুলপ শহরটির আবাসন বিভাগ, অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিভাগ একই সঙ্গে সুলভ আবাসন বিভাগকে সাথে নিয়ে এই লটারি পোর্টালটি ঘোষণা করেছে। যেখানে বলা হয়েছে, এই ওয়েবসাইটটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা চাইলে এখানে আবেদনের মাধ্যমে কাঙ্ক্ষিত দামে আবাসন নিশ্চিত করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, নিউজার্সি সিটিতে আমরা ঐতিহাসিক দামে সস্তায় আবাসন সুযোগ শুরু করেছি। এবং এই পোর্টালটি ন্যায্যতার একটি অংশ। যা আমাদের এই প্রতিশ্রুতিকে রক্ষা করে নাগরিকদের সুরক্ষিত, নিরাপদ ও সস্তা আবাসন সেবা নিশ্চিত করবে।
কীভাবে সহজে এই পোর্টাল থেকে আবাসন সুযোগ সুবিধা নিশ্চিত করবে তুলনামূলক কম আয়ের মানুষেরা, সেটি হাতে কলমে বুঝিয়ে দিতে এরই মধ্যে তিনটি পৃথক সময়ে সেমিনার করার ঘোষণা দিয়েছে মেয়র। ৩, ৮ এবং ২৩ জুলাই সকাল ৯ টা ৩০ থেকে বিভিন্ন সময়ে সর্বোচ্চ বেলা ৪ টা ৩০ মিনিট পর্যন্ত নাগরিকরা এই সেশনে অংশ নিতে পারবেন। ওয়েব পোর্টালটি হলো: affordablehousingjc.com।