Connect with us

নিউইয়র্ক

বন্ধ হচ্ছে ম্যানহাটনের বেথ ইসরায়েল হসপিটাল

Published

on

বন্ধ হচ্ছে ম্যানহাটনের বেথ ইসরায়েল হসপিটাল

চলতি মাসেই নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের মাউন্ট সাইনাই বেথ ইসরায়েল হসপিটালটি বন্ধ হতে যাচ্ছে। আর্থিক সংকট, রোগীদের চাহিদা অনুযায়ী সেবা দিতে ব্যর্থ হওয়া এবং পর্যাপ্ত শয্যা না থাকার কারণে এটি বন্ধের নির্দেশনা দিয়েছে সিটির স্টেট হেলথ ডিপার্টমেন্ট। হসপিটাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ মাসের ১২ তারিখে হসপিটালটি বন্ধের কথা ভাবছে তারা।
এদিকে নিউইয়র্ক সিটির ম্যানহ্যাটনের ই ১৬ স্ট্রিটের এই হসপিটালটি বন্ধ হতে যাচ্ছে জানার পর থেকে দুঃদুশ্চিন্তায় পড়েছেন এর স্থানীয় সেবা গ্রহীতারা। কারণ এ এলাকায় এক মাইলের মধ্যে আর কোন বড় হসপিটাল নেই। একজন রোগী জানান, বেশ কয়েক বছর ধরে তিনি এই ইসরায়েল হসপিটাল চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বেশ খারাপ। হসপিটালটি তার আবাসনের কাছে হওয়ায় যেকোনো সময়ে চিকিৎসা নিতে পারতেন তিনি। এমন অবস্থায় হসপিটালটি যেন বন্ধ না করে দেয়া হয় সেজন্য প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন স্থানীয়রা। স্টেট হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, গেল কয়েক বছর ধরে এ হসপিটালটি আর্থিক সংকটে ভুগছে। স্থানীয়রা জানিয়েছে, এ হসপিটাল বন্ধ হয়ে গেলে জরুরি চিকিৎসার অভাবে স্থানীয়দের মৃত্যু সংখ্যা বাড়তে পারে এ এলাকায়। আর হসপিটালর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ম মেনেই তারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন। তবে প্রয়োজনে রোগীদের চাপ সামলাতে আশেপাশের হসপিটালগুলোর সাথে একাত্ম হয়ে সেবা দেয়ার কথা জানিয়েছেন তারা।

Advertisement
Comments
Advertisement

Trending