শিক্ষা-স্বাস্থ্য-আবাসনের মতো মানুষের যাপিত জীবনে মৌলিক চাহিদা পূরণ করে বাসযোগ্য শহরের শীর্ষে এবারও অস্ট্রিয়ান শহর ভিয়েনা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এ প্রকাশিত হয়েছে ২০২৪ সালের বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহরের তালিকা। ভিয়েনা টানা তৃতীয়বারের মতো তালিকার শীর্ষে রয়েছে।
স্বাস্থ্যসেবা সারা বিশ্বে ১৭৩টি শহরের ওপর সংস্কৃতি, পরিবেশ, স্থিতিশীলতা, অবকাঠামো ও শিক্ষাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর পর্যালোচনা শেষে এ তালিকা প্রকাশিত হয়েছে।
তালিকায় আমেরিকার হনলুলু রয়েছে ২৩তম স্থানে। লস অ্যাঞ্জেলেস এই তালিকার ৫৮তম স্থানে রয়েছে, যেখানে নিউইয়র্কের অবস্থান ৭০তম। বৃটেইনের রাজধানী লন্ডন বিশ্বের ৪৫তম বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে। এশিয়ার মধ্যে হংকং-এর ব্যাপক উন্নতি হয়েছে। শহরটি ৬১তম থেকে ৫০তম স্থানে উঠে এসেছে। সিরিয়ার দামেস্ক এখনও বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর হিসেবে সর্বনিম্নে স্থান করে আছে।