Connect with us

নিউইয়র্ক

মেক্সিকান ঐতিহ্য নিয়ে ব্রুকলিনে চিলড্রেনস ডে প্যারেড

Published

on

মেক্সিকান ঐতিহ্য নিয়ে ব্রুকলিনে চিলড্রেনস ডে প্যারেড

নিউইয়র্ক শহরে তীব্র দাবদাহ উপেক্ষা করে জমকালো আয়োজনে নেচে গেয়ে চিলড্রেনস ডে প্যারেড পালন করেছে শিশু-কিশোর ও নারী পুরুষ। ঐতিহ্যবাহী মেক্সিকোর পুয়েবলা শহরের সাংস্কৃতিক আবহ নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল এই চিলড্রেনস ডে প্যারেড। এর মাধ্যমে শিশুদেরকে অপসংস্কৃতি থেকে বের করে আগামীদিনের উপযোগী করে গড়ে তোলা সহজ হবে বলে মনে করছেন আয়োজকরা। রোববার নিউ ইয়র্কের ব্রুকলিনের ফিফথ এভিনিউয়ের ফিফটি নাইনথ স্ট্রিটের প্যারেডে অংশ নেন সব বয়সের মানুষ। প্যারেডে অংশ নিয়ে শিশু ও অভিভাবকরাও বেশ খুশি। ব্যতিক্রমী সংস্কৃতির আবহে বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী মেক্সিকোর নাচে গানে অংশ নিয়ে বেজায় খুশি শিশুরা। প্যারেডে অনেকগুলো প্রতীকী অর্থের মাধ্যমে বলা হয়েছে যে শিশুরা যদি কর্মক্ষম না হয় তাহলে সমাজ এবং দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এতে করে পরিবার, সমাজ ও দেশ সবাই ক্ষতিগ্রস্ত হয়। তাই সন্তানদের কর্মক্ষম করে দেশের উন্নয়নে সম্পদ হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজ সচেতনতার বিকল্প নেই। সন্তানদের আগামীদিনের ভবিষ্যত বিবেচনায় অ্যামেরিকায় নিয়ে এলেও মেক্সিকোর পুয়েবলা শহরের সংস্কৃতির আবহে তাদেরকে গড়ে তুলতে চান অভিভাবকরা।

সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তাদের মেধা এবং মনন শানিত করা সহজ হবে বলে মনে করেন তারা। আধুনিক সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় শিশুরা মোবাইল ইন্টারনেটসহ বিভিন্ন অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ছে। তাদের কেউ কেউ নেশায়ও আসক্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ ও দেশ। তাই, শিশুদের সাংস্কৃতিক পরিমণ্ডলে গড়ে তোলার অংশ হিসাবে কাজ করছে মাল্টি এথনিক এলায়েন্স অব নিউ ইয়র্ক [মেনি]। সংগঠনটি ব্রুকলিনে বিনামূল্যে শিশুদের নাচ, গান, গিটার শেখানোসহ বিভিন্ন আয়োজন করছে।

Advertisement
Comments
Advertisement

Trending